LibreOffice ক্যালকের অপারেটর
আপনি LibreOffice ক্যালকে নিম্নলিখিত অপারেটর ব্যবহার করতে পারবেন:
গাণিতিক অপারেটর
এই অপারেটরসমূহ সংখ্যাসূচক ফলাফল প্রদান করে।
|
অপারেটর |
নাম |
উদাহরণ |
|
+ (যোগ) |
যোগ |
১+১ |
|
- (বিয়োগ) |
বিয়োগ |
২-১ |
|
- (বিয়োগ) |
তাৎপর্য |
-৫ |
|
* (তারকা চিহ্ন) |
গুণ |
২*২ |
|
/ (স্ল্যাশ) |
ভাগ |
৯/৩ |
|
% (শতাংশ) |
শতাংশ |
২৫% |
|
^ (ক্যারেট) |
সূচক |
৩^২ |
তুলনামূলক অপারেটর
এই অপারেটরসমূহ সত্য বা মিথ্যা যেকোনো একটি প্রদান করে।
|
অপারেটর |
নাম |
উদাহরণ |
|
= (সমান চিহ্ন) |
সমান |
A1=B1 |
|
> (বৃহত্তর) |
বৃহত্তর |
A1>B1 |
|
< (ক্ষুদ্রতর) |
ক্ষুদ্রতর |
A1<B1 |
|
>= (বৃহত্তর বা সমান) |
বৃহত্তর বা সমান |
A1>=B1 |
|
<= (ক্ষুদ্রতর বা সমান) |
ক্ষুদ্রতর বা সমান |
A1<=B1 |
|
<> (অসমতা) |
অসমতা |
A1<>B1 |
টেক্সট অপারেটর
অপারেটরটি ভিন্ন টেক্সটকে একটি টেক্সটে রূপান্তর করে।
|
অপারেটর |
নাম |
উদাহরণ |
|
& (এবং) |
টেক্সটের সংযুক্তি- AND |
"Sun" & "day" - "Sunday" হয় |
রেফারেন্স অপারেটর
এই অপারেটরসমূহ শূন্য, এক বা একাধিক ঘর বিশিষ্ট ঘরের পরিসর প্রদান করে।
পরিসরের অগ্রাধিকার সর্বাপেক্ষা বেশী, তারপর ছেদ, এবং অবশেষে ইউনিয়ন।
টিল্ড অক্ষর ব্যবহার করে তথ্যসূত্র সংযুক্তকরণ বিলম্বে বাস্তবায়িত হয়েছে। কোনো নথিতে টিল্ড অপারেটরসহ কোনো সূত্র বিদ্যমান থাকলে এবং তা সফটওয়্যারটির পুরোনো কোনো সংস্করণে খোলা হলে, একটি ত্রুটি প্রদান করা হয়। অ্যারে এক্সপ্রেশনের ভেতরে কোনো তথ্যসূত্রের তালিকা অনুমোদিত নয়।